পটুয়াখালীতে পেটের ভিতর ৩৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী ||
২০২২-০৭-২১ ০৮:১৫:৩৮
পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের পশ্চিম ঢেউখালি গ্রামে পেটের ভিতর লুকিয়ে রাখা ৩৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মিলন গাজী ও তার সহযোগী বশির গাজীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বেলা পৌনে একটায় গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর এ কে এম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের পশ্চিম ঢেউখালি গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের মিলন গাজীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ নিশ্চিত হয় তার পেটের ভিতর প্রতি ক্যাপসুলে ৩৫ পিস করে পলিথিনে মোড়ানো ১০টি ক্যাপসুলের মধ্যে মোট ৩৫০ পিস ইয়াবা লুকানো ছিল। বিশেষ ব্যবস্থায় বাথরুম করিয়ে পায়ুপথ দিয়ে ওই ইয়াবা বের করা হয়। মিলন গাজি তার স্বীকারোক্তিতে আরও জানায়, ইয়াবার চালান সে চট্টগ্রাম থেকে বিশেষ কৌশলে পেটের মধ্যে বহন করে পটুয়াখালী নিয়ে আসছিল বিক্রির উদ্দেশ্যে।
ডিবি পুলিশ এ সময় তার সহযোগী মোহাম্মদ বশির গাজীকেও গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মিলন গাজি ওই এলাকার ফোরকান গাজীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অপর অভিযুক্ত বশির গাজী একই এলাকার মৃত সত্তার গাজীর ছেলে।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আসামিদের হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357