রুট পারমিট না থাকায় তাকওয়া পরিবহনের চালককে ৭ দিনের জেল, ২টি বাস ডাম্পিং

হাসিব খান, গাজীপুর || ২০২২-০৭-১৯ ১১:২৫:৫২

image
গাজীপুরে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রোড পারমিট না থাকায় তাকওয়া পরিবহনের এক চাললকে ৭ দিনের জেল দিয়েছে। এছাড়াও দুটি বাস ডাম্পিং এ দেওয়া হয়েছে। বিআরটিএ কর্তপক্ষ। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে শহরের রাজবাড়ী মাঠ সংলগ্ন সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক নুরুল হোসেন। এসময় ভ্রাম্যমাণ আদালত তাকওয়া পরিবহনের এক চালককে ৭ দিনের জেল, জরিমানা এবং অনির্ধারিত রুটে চলাচলের জন্য দুটি বাস ডাম্পিং করেছেন। বিআরটি'র মোটর যান পরিদর্শক নুরুল হোসেন জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান করা হয়েছে। এবং এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com