সাজেকে ইউপিডিএফ কর্মীকে অপহরণের অভিযোগ
পলাশ চাকমা, রাঙামাটি ||
২০২২-০৭-১৬ ০৭:২৯:০৬
জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকা থেকে অস্ত্রধারী একটি দল স্থানীয় এক যুবকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত যুবক ইউপিডিএফ এর সাবেক কর্মী। শুক্রবার রাত ১০টায় এঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গঙ্গারাম দুলুছড়ি এলাকায় প্রতিপক্ষরা ইউপিডিএফ এর সাবেক কর্মী রবিন চাকমা (৪০) ওরফে গুরোয়েকে অস্ত্র ঠেকিয়ে নিজ বাড়ী থেকে তুলে নিয়ে গেছে।
এবিষয়ে ইউপিডিএফ এর সাজেক ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ জুলাই শুক্রবার রাত ১০টায় জেএসএস দলের ক্যাডাররা ৭/৮ জনের একটি সশস্ত্র দল রবিন চাকমার বাড়িতে হানা দিয়ে তাকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন হদিস মেলেনি। রবিন চাকমা ওরফে গুরোয়ে বিগত পাঁচ বছর আগে ইউপিডিএফের রাজনৈতিক দলের সাথে কাজ করতো দীর্ঘদিন থেকে দলের বাহিরে থেকে সামান্য ব্যবসা বানিজ্য করে চলছিলো। কিন্তু গত রাতে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357