ক্যান্সারে আক্রান্ত হাফেজ নাজিম বাচতে চায়
মোঃ জহিরুল হক, ভোলা ||
২০২২-০৭-১৬ ০৫:১২:১৯
১০ বছর বয়সের মো. নাজিম উদ্দিন। হতভাগা এই নাজিম উদ্দিন। ছোট এই শিশুর কচি শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধী ক্যান্সার। নাজিম উদ্দিনের বাবা মো. সফিজল ইসলাম একজন দিনমজুর। ছেলেকে চিকিৎসা করাতে আশ্রয়ের শেষ সম্বল বসতভিটেটুকু বিক্রি করেছেন। বর্তমানে ঢাকার মহাখালী ক্যান্সার হসপিটালে ভর্তি রয়েছে নাজিম উদ্দিন। ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ এলাকার দেলু পাঁচাদার (বেপারী) বাড়ি তার। স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ পড়ছে নাজিম।
তার বাবা সফিজল ইসলাম জানান, গত মাস দেড়েক আগে নাজিমের শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। এরপর ডাক্তার দেখালে তার ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। আমারও তেমন কোনো আয় নেই। তাই নিজের বতসভিটে বিক্রি করে ছেলেকে চিকিৎসা করতে ঢাকায় এনেছি। বর্তমানে মহাখালী ক্যান্সার হসপিটালে ভর্তি আছে আমার ছেলে। আপাতত চিকিৎসার জন্য অন্তত চার(৪) লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন এখানের কর্মরত চিকিৎসক।
ক্যান্সার আক্রান্ত নাজিমের বাবা সফিজল ইসলাম আরও বলেন, স্বপ্ন ছিল ছেলেটা বড় হয়ে একজন ভালো আলেম হবে। অথচ নাজিমের এই বয়সেই আমাদের সেই স্বপ্নে ভাগড়া দিয়েছে ক্যান্সার। বসতভিটা বিক্রি করা টাকাটা শেষ হলে কি দিয়ে ছেলের চিকিৎসা করাবো তাও জানা নেই। চরম দুশ্চিন্তার মধ্যে দিন পার করছি। তাই আমার এই ছেলেটাকে দ্বীনের আলো ছড়াতে বাঁচিয়ে রাখতে তার সঠিক চিকিৎসা নিশ্চিতের জন্য সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কড় জোর অনুরোধ করছি। কেউ সহযোগিতা করতে চাইলে ০১৯১৪৪৬৩৬১৬ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357