দিনাজপুর বোচাগঞ্জে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায়, পরে মোনাজাত
সুলতান মাহমুদ, দিনাজপুর ||
২০২২-০৭-১৬ ০১:৩৮:৩৬
ভ্যাপসা গরম আর চারদিক চৌচির এমন পরিস্থিতিতে দিনাজপুর বোচাগঞ্জের বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেস্কার নামাজ আদায় করেছেন শতাধিক মুসল্লিরা।
দুই রাকাত নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন মুসল্লিরা।
আজ (১৬ জুলাই) শনিবার সকাল সাড়ে ৮টায় সেতাবগঞ্জ পৌর ঈদগাঁ মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেস্কার নামায আদায় করে মোনাজত করা হয়।
সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রভাষক আবু তাহের সিদ্দিকীর ইমামতিতে দুই রাকাত এস্তেস্তার নামাজ আদায় শেষে মহান রাব্বুল আল আমিনের দরবারে বৃষ্টির জন্য মোনাজত করা হয়।
এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম সহ এলাকার ধর্মপ্রান মুসলমানেরা নামায ও মোনাজাতে অংশ নেন।
নামাজে অংশগ্রহণ করা মুসল্লী ইমাম হাসান বলেন বর্ষা মৌসুমে বৃষ্টিতে চারদিক থৈ থৈ করে এ বছর সম্পূর্ণ বিপরীত বর্ষা কালের আষাঢ় মাস শেষ এবছর তেমন বৃষ্টি নেই। তাই আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।
সেতাবগঞ্জ পৌর মেয়র আসলাম বলেন, আমরা গুনাগার বান্দা তাই আমাদের নিজেদের অপকর্মের জন্যই আল্লাহতালা হয়তোবা বৃষ্টি দিচ্ছেন না। আল্লাহ তাআলা তো রহমানের রহিম আল্লাহ মাফ করতে পছন্দ করেন। আমরা খতিবয় গুনাগার বান্দা আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটিয়ে আমাদের দেশের মানুষের কল্যানে বৃষ্টি দেন। আমরা যেন আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করেছি।
নামাজে ইমাম আবু তাহের সিদ্দিকী বলেন, বৃষ্টির জন্য আমরা একত্রিত হয়ে দুই রাকাত নামাজ আদায় করেছি। বিশেষ মোনাজাতের অংশগ্রহণ করেন উপস্থিত মুসল্লিরা এখানে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়েছে। এছাড়া আমাদের দেশের মানুষের জন্য দোয়া করা হয়েছে আল্লাহ আমাদের এই পরিস্থিতির অবসান ঘটিয়ে প্রশান্তিময় বাংলাদেশ গড়ে উঠে এমন প্রত্যাশা মোনাজাতে করা হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357