ভোলায় এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্বার
মোঃ জহিরুল হক, ভোলা ||
২০২২-০৭-১৪ ০১:৪৬:৪৬
ভোলার আলীনগরে ফের এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার। পরপর ২টি হত্যাকাণ্ডের রেশ না কাটতেই ভোলায় ফের ওবাইদুল (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ জুলাই) সকালে ভোলা সদর থানাধীন আলীনগর ইউনিয়নের পশ্চিম রুহিতা স্কুল সংলগ্ন হাজি-বাড়ির সুপারি বাগান থেকে ওবাইদুলের মৃতদেহ উদ্ধার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
নিহত ওয়াইদুলের স্বজনরা বলেন,গত মঙ্গলবার (১২ জুলাই) রাত ৮টার পরে ঘর থেকে বের হয়। কিন্তু মধ্যে রাতেও সে ঘরে না ফিরে আসলে আমরা খুঁজতে বের হই, পরে খোঁজ করতে করতে বাড়ির পাশের সুপারি বাগানে তার গলাকাটা লাশ দেখতে পাই। নিহত ওবাইদুল ভোলার পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এবং আসন্ন এসএসসি পরিক্ষার্থীয় অংশগ্রহণ করার কথা ছিলো বলেও জানা গেছে।
ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) মো.আরমান হেসেন বলেন, সুপারি বাগান থেকে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত. গত ১০ জুলাই রবিবার ঈদের দিন সকালে একই ইউনিয়নের আলীনগর চৌমুহুনি নামক স্থানে স্বামী স্ত্রীর কলহ মিটাতে গেলে স্বামীর দায়ের কোপে নাহিদ নামের এক যুবকের মৃত্যু হয়।
এর আগে সদর থানাধীন ভেলুমিয়া ইউনিয়ন থেকে জয়তুন নামের এক নারীর হাত-পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357