দিনাজপুরে মাইক্রো বাসের নিয়ন্ত্রণ হারিয়ে তিন মেধাবী ছাত্রের মৃত্যু আহত আরো দুইজন
সুলতান মাহমুদ, দিনাজপুর ||
২০২২-০৭-১৩ ০৬:৪৯:৩৮
দিনাজপুর টু দশ মাইল মহাসড়কের নসিপুর ৭ মাইলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তিন মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আরও দুজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার সময় উপজেলার নশিপুর এলাকার সাত মাইল বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারী এলাকার ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কপিল বসাকের ছেলে বর্ন বসাক (২২)। ঢাকা সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের ছাত্র, দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকার মৃত নুরুল আমিন সিদ্দিকীর ছেলে ইমন (২৩) এবং সৈয়দপুর বাউস্টের ছাত্র ও দিনাজপুরের কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)।
আহতরা হলেন- মুন্সিপাড়া এলাকার মাহাবুবের ছেলে তামজিদ (১৯) ও বাহাদুর বাজার এলাকার ডিস লাইন ব্যবসায়ী ও পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কের সত্ত্বাধিকারী মাহামুদুন নবি পলাশের ছেলে রওনাক নবী প্রিয় (২৩)।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালী থানার এএসআই সৌরভ বলেন, রাতে দশমাইল থেকে প্রাইভেট কারে করে তারা বাড়ি ফিরছিলেন। সাত মাইল মোড়ে আসলে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়, এতে ঘটনাস্থলেই বর্ন বসাকের মৃত্যু হয়। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক শাওন ও ইমনকে মৃত ঘোষণা করে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357