উপজেলা চেয়ারম্যানের গোপন ভিডিও নিয়ে তোলপাড়, গ্রেফতার-২
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২২-০৬-২৫ ০৮:১৬:৩৮
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের একটি আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড় চলছে। এ ঘটনায় মামলা হলে পুলিশ ২ জনকে গ্রেফতার করে। উপজেলা চেয়ারম্যান দাবী করছেন তার স্ত্রীর সঙ্গে একান্ত সময়ের ভিডিও ধারন করে তার শত্রুরা ছড়িয়ে দিয়েছে। গত ২০শে জুন কয়েক মিনিটের এই ভিডিও ভাইরাল হয়।
এ ঘটনায় চেয়ারম্যান পুত্র সাইফুল ইসলাম ঠাকুর রাব্বীর দেয়া মামলার এজাহারে ভাইরাল ভিডিওতে চেয়ারম্যানকে অন্তরঙ্গ সঙ্গদানকারীকে চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের সৈয়দ আলীর মেয়ে মরিয়ম বেগমের সাথে রফিক উদ্দিন ঠাকুরের বিয়ের নিকাহনামাও দেয়া হয়েছে মামলার সাথে।
ভিডিও ভাইরাল হওয়ার পর উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর সাংবাদিকদের জানান ভিডিওতে এডিট করে তার মাথা বসানো হয়েছে। তিনি এর কিছুই জানেননা। এটা তার শত্রুদের কাজ। পরে সাংবাদিকদের বলেন, এটা সম্পূর্নই তার পারিবারিক বিষয়। ২০১৭ সালে তার সাথে আমার বিয়ে হয়েছে। এটি পরিবারের সবাই জানে। আশুগঞ্জের আড়াইসিধায় তাদের বিয়ে হয় ২০১৭ সালের ২রা মার্চ। এদিকে ভিডিও ভাইরালের ঘটনায় প্রথমে ২২শে জুন থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। এরপরই পুলিশ কুট্টাপাড়া গ্রামের ঘাডের বাড়ির সুলতান মাহমুদের ছেলে মো: তরিকুল ইসলাম আপেল(৩০) ও পশ্চিম কুট্টাপাড়ার শেখ আবুল কালামের ছেলে শেখ আরিফ(১৯)কে আটক করে। তাদের কাছ থেকে ৩টি মোবাইল জব্দ করা হয়। পরে ২৩শে জুন এ দু’জনকে আসামী করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়- রফিক উদ্দিন ঠাকুর উপজেলা চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। সে কারনে তার কিছু প্রতিপক্ষ সুনাম ক্ষুন্ন করার জন্যে দীর্ঘদিন ধরে পায়তারা করছে। মামলার বাদী চেয়ারম্যানপুত্র রাব্বী এজাহারে আরো বলেন, তার বাবা ২০১৭ সালের ২রা মার্চ জনৈক মরিয়ম বেগমকে ইসলামী শরীয়াহ মোতাবেক ২য় বিয়ে করেন। মাঝেমধ্যে দ্বিতীয় স্ত্রীর বাসায় যাওয়া আসা করতেন। তার বাবার সুনাম ক্ষুন্ন করার জন্যে অজ্ঞাতনামা বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে ২য় স্ত্রীর সাথে একান্ত মুহুর্তে মেলামেশার গোপন দৃশ্য অতি গোপনে ভিডিও ধারন করে রাখে এবং ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে বিভিন্ন ফেসবুক ও ম্যাসেঞ্জার আইডিতে পোষ্ট করে।
এদিকে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের নৈতিক স্থলনের অভিযোগে চেয়ারম্যান পদ থেকে তার অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল করেছেন কুট্টাপাড়া গ্রামের নারীরা। ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেন সরাইল উপজেলা শ্রমিক লীগ নেতা শেখ আবুল কালাম। মিছিলটি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে গ্রেপ্তার দুই যুবকের পরিবারের সদস্যরাও অংশ নেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান- এ ঘটনায় মামলা হয়েছে। ডকুমেন্টারী প্রমানের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মোবাইল থেকে তারা সেটি প্রচার করেছে। এনিয়ে কারো বাড়াবাড়ির সুযোগ নেই। আইনশৃঙ্খলার যাতে অবিনতি না হয় সেটি আমরা শক্তভাবে দেখছি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357