রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
পলাশ চাকমা, রাঙামাটি ||
২০২২-০৬-২২ ১০:১৩:৪৬
খেলার সময় নৌকা থেকে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকালে রাঙ্গামাটি শহরের তবলছড়িস্থ বিডিআর ক্যাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত দুই শিশু হলো মাহিদুর রহমান মুহিত (১০) আহনাফ সাদিব ইনাম ((১১)। তারা তবলছড়িস্থ এডিসি হিল এলাকার বাসিন্দা মোঃ মসিকুর রহমান ও আনোয়ার হোসেনের সন্তান বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বিকালে নিজ বাসা থেকে দুই বন্ধু মিলে বিজিবি সেক্টর সংলগ্ন আমিন্নার টিলায় সিঁিড়র নীচে কাপ্তাই হ্রদে নৌকায় খেলছিলো। এসময় খেলার ছলে উভয়েই হ্রদের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পরপরই সেখানে তাদেরকে ভাসতে দেখে স্থানীয়রা দুই শিশুকে মুমুর্ষ অবস্থায় তুলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও যাঃ শওকত আকবর খান বলেন, শিশু দুইটিকে হাসপাতালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে হাসপাতাল থেকে পরিবারের লোকজন তাদের নিয়ে যায়।
জানাগেছে, নিহত মাহিদুর রহমান মহিদ স্থানীয় বিজিবি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে এবং নিহত অপরজন আহসান সাদিক রাঙ্গামাটি জেলা প্রশাসন পরিচালিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিলো। পৃথক দুই পরিবারের ফুটফুটে দুইটি তাজা প্রাণ একই সময়ে চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357