হাইকোর্টের আদেশে আবারো দিনাজপুর পৌরসভার মেয়র পদে বহাল সৈয়দ জাহাঙ্গীর আলম

সুলতান মাহমুদ, দিনাজপুর || ২০২২-০৬-২০ ০৯:৪৯:৫২

image
দিনাজপুর পৌরসভার পর পর তিন মেয়াদে নির্বাচিত মেয়র ও বিএনপি নেতা জনাব সৈয়দ জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সরকার কতৃক সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট। একইসঙ্গে তাকে বরখাস্ত করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ সোমবার (২০ জুন, ২০২২) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। গত ১৫ জুন দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। পরে এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সৈয়দ জাহাঙ্গীর আলম। সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন এর আগেও আমাকে ২০০ গ্রাম চাল চুরির অভিযোগ এনে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু হাইকোর্টের আদেশে সেই বারও আমি মেয়র হিসেবে স্বপদে বহাল ছিলাম। এবারও একইভাবে চক্রান্ত করে আমাকে বরখাস্ত করা হয়েছিল। আবারো আমি হাই কোর্টের মাধ্যমে আমার স্বপদে বহাল রয়েছে। তারা আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে বারবার এই নোংরা রাজনীতির খেলা খেলছে। জনগণকে সাথে নিয়ে এই নোংরা মানুষ দের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com