শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ পদ্মা সেতু : দারা

রাজশাহী প্রতিনিধি: || ২০২২-০৬-১৮ ০৯:৪৯:৫৮

image
পদ্মা সেতু নির্মাণ ও দেশের বৃহৎ এ অবকাঠামোর উদ্বোধনের তারিখ চুড়ান্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেল ৪ টায় নগরীর অলোকার মোড়ে অবস্থিত রাজশাহী জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের কর্মসূচির জরুরী সভার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নেতাকর্মীরা। এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে বহু কাঙ্ক্ষিত সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করবেন। এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার তিন কোটির অধিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনা ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। চার লেনের হাইওয়ে এবং এক লেনের রেললাইন সম্বলিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু আজ পরম বাস্তবতা। বাঙালির অহংকার, আত্মপ্রত্যয়, সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। এই অর্জন ও কৃতিত্বের দাবিদার একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও দৃঢ়তার ফলে দেশে দীর্ঘতম এই সেতু আজ বাস্তবে পরিণত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম, অধ্যক্ষ এসএম একরামুল হক, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের সদস্য জিন্নাতুন নেসা তালুকতার, সাংগঠনিক সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক প্রদুৎ কুমার সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চিন্ময় কান্তি দাস, সদস্য জিএমহিরা বাচ্চু, ধম বিষয়ক সম্পাদক রেজয়ানুল হক পিনু মোল্লা, অধ্যক্ষ গোলাম ফারুক, বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। এছাড়াও সভায় জেলা আওয়ামী লীগের জেলা পর্যায়ের আওয়ামী লীগের সকল সহযোগী ও সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলাধীন সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com