সাংস্কৃতিক খাতে মুল বাজেটের ১% বরাদ্দ সহ ৮ দফা দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার মানববন্ধন
পাবনা প্রতিনিধিঃ ||
২০২২-০৬-১৮ ০৯:৪৫:৩০
অদ্য ১৮ জুন সকাল ১০ টায় পাবনা প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক খাতে মুল বাজেটের ১% বরাদ্দ সহ ৮ দফা দাবিতে সারাদেশের সাথে এক যোগে সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তাগণ বলেন দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে আজ অবধি সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এদেশের সাংস্কৃতিক কর্মীরা তাদের গান,কবিতা,নাটক, যাত্রা, নৃত্য'র মধ্যে দিয়ে কিন্তু দেশ স্বাধীন হলেও সাংস্কৃতিক সংগঠনের ও কর্মীদের সুযোগ সুবিধা মেলেনি কাঙ্খিত ভাবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ বর্তমানে দেশ পরিচালনা করছেন। আমরা আশা করছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই দূর্দশা লাঘবে মুল বাজেটের ১% শতাংশ টাকা সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের জন্য বরাদ্দ করবেন। উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করে বক্তব্য প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি ও থিয়েটার ৭৭ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার, সাবেক যুগ্ম সম্পাদক ও উত্তরণ পাবনা র প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও আবৃত্তিকার আলমগীর কবীর হৃদয়, সাবেক সভাপতি বিপ্লব ভট্টাচার্য, গণশিল্পী সংস্থা পাবনার সহ সভাপতি এ্যাড.মোসফেকা জাহান কনিকা, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, পথ সাহিত্য আসরের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, গণশিল্পী সংস্থার আনিছুর রহমান, চিকনাই থিয়েটার'র সাধারণ সম্পাদক বাবুল হোসেন, দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠী'র সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খোকন, রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী'র সহ-সভাপতি মঞ্জুর রহমান খান, যান্ত্রিক নাট্য গোষ্ঠী'র বাসুদেব বিশ্বাস, বাচনশৈলী সভাপতি সামুন ও উচ্চারণ নিকেতন পরিচালক ওয়াহিদা অপ্সরা।
সঞ্চালনায় ছিলেন কবি ও আবৃত্তিকার আসাদ বাবু ও ভাষ্কর চৌধুরী।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357