আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার ৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২২-০৬-১৪ ০৯:০৪:৩৭
ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। ইতিমধ্যে আজ মঙ্গলবার দুপুর থেকে জেলা নির্বাচন কার্যালয় চত্বর নির্বাচনী সরাঞ্জাম বিতরণ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান স্ব স্ব ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে নিবার্চনী সরাঞ্জাম বিতরণ করেন। এ সময় ভোটকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোট কেন্দ্রের নির্বাচনী সরাঞ্জাম নিয়ে যান।
ইউনিয়নগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই দক্ষিন, বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ও দড়িয়াদৌলত ইউনিয়ন এবং কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন। এরমধ্যে বাঞ্ছারামপুর ও কসবায় ইভিএমে ও সদর ইউপিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৩৪৭ এবং নারী ভোটার ৩৯ হাজার ১৩৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ১৩৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৪২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৩৭টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ৪ শতাধিক পুলিশ সদস্যসহ র্যাব, বিজিব, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে ৫টি করে মোবাইল টিম দায়িত্বে নিয়োজিত থাকবে।
প্রসঙ্গত, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357