ফরিদপুরে বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যানে কর্তৃক জবরদখলকৃত জমি উদ্ধারে দাবীতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধিঃ ||
২০২২-০৫-৩১ ০৭:৩৯:৫৫
ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বি এন পি নেতা এ জি এম বাদল আমিন কর্তৃক জবরদখলকৃত জমি উদ্ধারে দাবীতে মানববন্ধন করছে ভুক্তভোগি ৭টি পরিবার।
আজ মঙ্গলবার সকাল ১০টায় চরভদ্রাসন সদর ইউনিয়নের বি এস ডাঙ্গী গ্রামে ঘন্টা ব্যাাপী মানববন্ধনে বক্তব্যে রাখেন ভুক্তিভোগি পরিবারের পক্ষে এ জেড ফয়সাল আহমেদ মোল্যা, মোঃ আসলাম মোল্যা ,পিয়ো ফকির,দোজা আক্তার ।
এসময় তারা বলেন, ২৫ বছর ধরে তাদের ক্রয়কৃত ভোগদখলে থাকা প্রায় ৩ একর জমি বিএনপির দূঃশাসন আমলের চরভদ্রাসন উপজেলার বি এস ডাঙ্গী গ্রামের বিএনপি'র নেতা সাবেক উপজেলা চেয়ারম্যাান এজিএম বাদল আমিন ও তার ০৯ ভাইকে নিয়ে দলীয় শক্তি ও পেশিশক্তির জোরে জোর পূর্বক দখল করে স্থাপনা তৈরি করে । তারা আরো জানান আদালতের ৩টি রায় পাওয়ার পর আমরা জমিতে দখলে যেতে পারছিনা।
উক্ত সম্পত্তি উদ্ধারে মাননীয প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও স্থানীয় সংসদ সদস্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357