নবীনগর চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে জিকরুল আহমেদের শোকসভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ||
২০২২-০৫-৩০ ১১:৫২:২০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার চারগ্রাম (আলীয়াবাদ) আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বীরমুক্তিযোদ্ধা,সাবেক এমপি এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন এর স্মরণে, চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ সোমবার দুপুরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আলীয়াবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান,পৌর আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক জিএস খাইরুল আমিন, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব রহমান, সালাউদ্দিন বাবু, এনামুল হক সরকার,আবদুল্লাহ আল রোমান,বাবুল মিয়া প্রমুখ।
সভায় মোবাইল ফোনের মাধ্যমে পিতার জন্য এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন প্রয়াত শাহ জিকরুল আহমদের ছোট মেয়ে ডা. নৌশিন আহমেদ ।
সভা শেষে শাহ জিকরুল আহমেদ খোকনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357