স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণে রাজশাহীতে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ
রাজশাহী প্রতিনিধি: ||
২০২২-০৫-২৯ ১২:০৬:২৪
আজ (২৯ মে ২০২২) রাজশাহী হোটেল ওয়ারিশানে আন্তর্জাতিক সংগঠন দ্যা কার্টার সেন্টার এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরশেনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু । এসিডি নির্বাহী পরিচালক সালীমা সারোয়ারের সভাপতিত্বে এবং প্রকল্প সমন্বয়কারী সুব্রত পালের সন্লচলনায় উদ্বোধনী পর্বে দৈনিক সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং দ্যা কার্টার সেন্টারের প্রোগ্রাম অফিসার রোখসানা আফরোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচি শুরুর প্রাক্কালে এসিডি ডাইরেক্টর প্রোগ্রাম শারমিন সুবরিনা “বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প” শীর্ষক বাস্তবায়িত কর্মসূচির বিভিন্ন দিক উপস্থাপন করেন। দিনব্যাপী প্রশিক্ষণে সহায়ক হিসেবে তথ্য কমিশনের সাবেক সচিব মো. মহিবুল হোসেইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আখতার প্রশিক্ষণ পরিচালনা করেন।
প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের মাধ্যমে সরকার উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে, একারণে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তৃণমূলের সাধারণ মানুষের দোড় গোড়ায় তথ্য অধিকার আইনের সুফল পৌছানোর আহ্বান জানান।
দৈনিক সোনার দেশ সম্পাদক বলেন, তথ্য আপনাদের বড় শক্তি হিসেবে কাজ করতে পারে। আপনারা সরকারের উন্নয়নের একজন অংশীদার, জনগলকে সরকারের উন্নয়ন কাজে যুক্ত করতে পারলে তথ্য অধিকারের অবাধ প্রবাহ নিশ্চিত করা সম্ভব। একটি ইউনিয়ন পরিষদ যত বেশী স্বচ্ছ হবে, ঠিক ততটাই আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ হাতিযার হতে পারে তথ্য অধিকার।
প্রশিক্ষণে তথ্য অধিকার আইন, আইনের প্রেক্ষাপট, তথ্য ব্যবস্থাপনা ও স্বপ্রনোদিত তথ্য প্রকাশ সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন প্রশিক্ষণের সহায়ক তথ্য কমিশনের সাবেক সচিব মো. মহিবুল হোসাইন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আখতার জেন্ডার ভূমিকা এবং বাংলাদেশের নারী সমাজের ভূমিকা নিয়ে অংশগ্রহণমুলক আলোচনা করেন।
এসিডি নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার বলেন, নারী অধিকার নিশ্চিতে তথ্য অধিকার গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে। আমাদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই, এগিয়ে যেতেই হবে, তাই নারীদের সবদিকদিয়েই আত্বনির্ভরশীল হতে হবে। বিশেষ করে সমাজে অনগ্রসর, পিছিয়ে পড়া প্রান্তিক নারীদের এগিয়ে না নেয়া হলে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে, তাই তথ্য অধিকার আইন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে তানোর, এবং গোদাগাড়ী উপজেলার ৪টি ইউনিয়নের ৩২ জন্য ইউপি সদস্য অংশগ্রহণ করেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357