পটুয়াখালীর পাঁচটি ইউনিয়নে ২৪ চেয়ারম্যান প্রার্থীকে প্রতীক বরাদ্দ সম্পন্ন
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী ||
২০২২-০৫-২৮ ০৭:৩৫:৫৫
আসন্ন ১৫ জুন পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর, মৌকরন, জৈনকাঠী, লাউকাঠী ও ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল মোতাবেক ২৭ মে শুক্রবার দিনব্যাপী ২৪ জন চেয়ারম্যান, ৬৩ সংরক্ষিত ও ২০৬ জন সাধারন আসনের সদস্য পদের প্রার্থীকে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন সদর উপজেলা নির্বাচন অফিসার খালিদ বিন রউফ।
চেয়ারম্যান পদ প্রার্থীদের বরাদ্দ প্রতীকের মধ্যে কালিকা পুর ইউনিয়নে সালমা জাহান (নৌকা), মোঃ সাইদুর রহমান ইমাম(আনারস) ও মোঃ জাকারিয়া(চশমা)। মৌকরন ইউনিয়নে একেএম বশির আহম্মেদ(নৌকা), কাজী রাইসুল ইসলাম(আনারস), আবুল হোসাইন হাওলাদার(ঘোড়া) ও মোঃ মামুন বকন(হাতপাখা)। জৈনকাঠী ইউনিয়নে ৭ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এড. সৈয়দ মোহাম্মদ মোহসিন(নৌকা), এড. সহিদুল ইসলাম মৃধা(অটোরিক্সা), মোঃ ফিরোজ আলম(মোটর সাইকেল), মোঃ শাহীন তালুকদার(চশমা), মোঃ আসাদুজ্জামান মিলন(ঘোড়া), মোঃ জাকারিয়া হাওলাদার(আনারস) ও মোঃ সিদ্দিকুর রহমান(হাতপাখা)। লাউকাঠী ইউনিয়নে ৭ প্রাথীর মধ্যে এড.আশিষ কুমার চক্রবর্তী(নৌকা), আবুল বাসার সোহাগ(আনারস), মোঃ ইলিয়াছ(টেলেফোন), গোড়া চাঁদ শীল(মোটর সাইকেল), জাহাঙ্গীর হোসেন মৃধা(চশমা), কাজী মোঃ হানিফ(ঘোড়া) ও মোঃ ইদ্রিস আলী(হাতপাখা)। ইটবাড়িয়া ইউনিয়নে ৩ প্রার্থীর মধ্যে মোঃ মোজাম্মেল হক(নৌকা), মোঃ ফরিদ সিকদার(আনারস) ও জাকারিয়া হাওলাদার(হাতপাখা)। ১৫ জুন একই দিনে উক্ত পাঁচটি ইউনিয়নে ইভিএম এ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে বলে সদর উপজেলা নির্বাচন অফিসার খালিদ বিন রউফ জানান।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357