নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির আখড়া
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২২-০৫-২৪ ১০:২৭:১৮
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসটি দুর্নীতির আখড়া হিসেবে পরিচিতি লাভ করেছে এডি মানিক দেবনাথ এর এই দুর্নীতির বিযয়ে বিভিন্ন জাতিয় দৈনিক,লোকাল প্রত্রিকা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ও ইউটিউবে প্রকাশ হয়েছে এই ব্যাপারে বাঞ্ছারামপুরের চরছয়ানির মমিন মিয়া বলেন, পাসপোর্ট করতে ১২০০০ হাজার টাকা নিয়েছে চ্যানেল ফি নাম করে বাঞ্ছারামপুরের মনির। মাহমুদপুরের জাহাঙ্গীর মিয়া জানান রেগুলার পাসপোর্ট করতে এসেছি আমার খরচ নিয়েছে ৮০০০, হাজার টাকা রায়পুরার কালিকা প্রসাদের মামুন মিয়া জানান তার কাছ হতে চ্যানেল ফি মাধ্যমে ১১০০০ হাজার টাকা নেন। এই তথ্য সংগ্রহ করতে পাসপোর্ট অফিসে সরজমিনে গেলে ২০০/২৫০ লোক পাসপোর্টের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে এর মধ্যে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুরের দালাল মনিরের মাধ্যমে ২০/২৫ জন চ্যানেল ফ্রি মাধ্যমে জমা দিতে এসেছে,
কেঁচো খুঁজেতে গিয়ে সাপ বেড়িয়ে আসে। এই প্রতিবেদক পাসপোর্ট অফিসে গিয়ে এডি মানিক দেবনাথ এর সাথে সাংবাদিক পরিচয় দিলে তিনি বলেন আপনারা নিচে ভিডিও করছেন কোন সাক্ষাৎকার দিবোনা আমার কোন বক্তব্য নেই তার সহযোগীদের কে ডেকে বলেন সাংবাদিকের ক্যামারা মোবাইল রেখে দাও এবং শায়েস্তা করো উত্তেজিত হয়ে বলেন সাংবাদিকদেরকে মাসে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি আপনারা আবার কিসের সাংবাদিক তার লোকজনদেরকে ডাকেন সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার জন্য এবং তিনি ছিনিয়ে নেওয়া চেষ্টা করেন সাংবাদিকদের হেনস্থা করার চেষ্টা করে, সাংবাদিক ও উপস্থিত জনতা প্রতিবাদ করলে মানিক দেবনাথ ও তার লোকেরা কেটে পড়ে প্রতিদিন প্রায় ২০০/৩০০ শত পাসপোর্ট হয় এ অফিসে অফিসে এডি মানিক দেবনাথ মাছুম নওরিন নাইটগার্ড রাসেদ ও দালাল মনির সহ একাধিক দালালের যোগসাজশে পাসপোর্ট প্রতি চ্যানেল ফ্রী পাসপোর্ট এর ফাইল পতি ১০০০ হাজার টাকা নিয়ে আর্জেন্টকে পাসপোর্ট কে করছে সাধারণ আর সাধারণ পাসপোর্টে করছে আর্জেন্ট চ্যানেল ফ্রি দিলে সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট না দিলে লম্বাটে তারিখ শীলমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান জানান চ্যানেল ফ্রী ৪ মাস হবে আমার পাসপোর্ট পাচ্ছিনা এখনো হাতে পায়নি একদিন জিজ্ঞাসা করতে গেলে আমার সাথে দুর্ব্যবহার করে এডির দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কথা আওয়ামী লীগের বিভিন্ন মিটিং এ এমপি মহোদয় ও আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ,প্রতি মাসে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে আর কোটি কোটি টাকার হাতিয়ে নিচ্ছে এই চক্রটি বিভিন্ন দালালের ফাইলে যারা চ্যানেল ফ্রি দেয় তাদের রয়েছে বিভিন্ন চিহ্ন মানিক দেবনাথ কোন টাকা লেনদেন করে না সকল লেনদেন করেন নাইট গাট রাশেদ এই অনিয়ম দুর্নীতির তথ্য প্রমান ভিডিও ও পেপার কাটিং নরসিংদী সদরের এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যান সাহেবের নিকট পাঠানো হয়েছে এবং দুর্নীতির খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার হেনস্থা ও মোবাইল ছিনতাই করার চেষ্টার অভিযোগে কথা জানানো হয় । আরো জানা যায় শিবপ্রসাদ আর চোরের সুলতান মিয়ার ছেলে শাহাদাত ওয়ারেন্টের আসামি হয়েও মোটা অংকের টাকা দিয়ে পাসপোর্ট করেছে এ অফিস থেকে একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে মোটা অংকের টাকা দিলে রোহিঙ্গারা পাসপোর্ট করতে পারে এ অফিস থেকে থেকে ইতিপূর্বে এডি মানিক দেবনাথ এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার জন্য ৩/৪ জন সিনিয়র সাংবাদিক রিকোয়েস্ট করেছে এই প্রতিবেদককে বর্তমানে মানিক দেবনাথ সংবাদ প্রচার না করার জন্য বিভিন্ন লোকজন দিয়ে সাংবাদিকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দিচ্ছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357