ফরিদপুরে ৩ ডেভলপার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
ফরিদপুর প্রতিনিধিঃ ||
২০২২-০৫-২২ ১১:২৬:৪৬
বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মান করায় ফরিদপুরের ৩টি ডেভলপার প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
আজ (২২ মে) রবিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমাম আল রাজি টুলুর নেতৃত্বে শহরের ঝিলটুলীতে অবস্থিত বর্নমালা ও শতনীড় আবাসন প্রকল্প এবং পূর্বখাবাসপুরে শাহ্ ফরিদ রিয়েল ইষ্টেট প্রতিষ্ঠানকে বহুতল ভবন নির্মানে শ্রমিকের নিরাপত্তা না থাকা ও স্থানীয় এলাকাবাসীর নিরাপদে চলাচলা ব্যবস্থা না থাকায় এসব প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় এসব প্রতিষ্ঠানকে প্রাথমিকভাকে ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদানসহ সতর্কতা প্রদান করা হয়।
তাছাড়া ভবন নির্মানের সময় রাস্তার উপর ইট, বালি রেখে জনগনের চলাচল যাতে ব্যহত না হয় সেদিকে খেয়াল রেখে ভবন মালিকদের কাজ করতে বলা হয়।
আগামীতে নিষেধ অমান্য করে এ ধরনের কাজ চলমান রাখলে বিল্ডিং এর নির্মান কাজ বন্ধ করে দেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনায় অংশ নেয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক শেখ মোঃ সোহেল, ফরিদপুর পৌরসভার ইঞ্জিনিয়ার,পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357