মাদক ব্যবসায়ীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ইউপি সদস্য
হাসিব খান, গাজীপুর ||
২০২২-০৫-১২ ০৭:৩৬:২৭
এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির হুমকিতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নূর। মাদক ব্যবসার প্রতিবাদ করায় ইউপি মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে তার ভাইকে এলোপাথারি কুপিয়ে মারধরসহ সকলকে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। এ ঘটনায় কাপাসিয়া থানায় মামলা দায়ের করা হলেও মাদক ব্যবসায়ীরা হুমকি অব্যাহত রেখেছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের দক্ষিণখামের গ্রামের অভিযুক্ত ওই মাদক ব্যবসায়ি মোঃ রাজীব বেপারী (৩০) একই এলাকার ওসমান গনির ছেলে।
ভুক্তভোগী তরগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ আসাদুজ্জামান নূর বৃহস্পতিবার গাজীপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, রাজীব বেপারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে কাপাসিয়ার তরগাঁও এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। সে এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক, নারী ও শিশু নির্যাতনসহ থানায় পাঁচটি মামলা রয়েছে। এলাকার মাদক ব্যবসার নিষেধ করায় রাজীব বেপারী তার ৭-৮জন সহযোগী নিয়ে ঈদের আগের রাতে তার বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাই টিপু চৌধুরী রিপনকে কুপিয়ে আহত করে ফেলে যায় এবং সবাইকে খুন জখমের হুমকি দেয়। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলছে না। তিনি রাজীব বেপারী ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে ওই এলাকার আলী হায়দার ও আশিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত রাজীব বেপারীর পিতা ওসমান গনি বলেন, তার ছেলে মাদকের সঙ্গে জড়িত নেই। সে নিয়মিত নামাজ আদায় করে। এলাকায় জমি সংক্রান্ত বিরোধের কারণে তার ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357