কালিয়াকৈরে প্রেসক্লাবে গ্রীল কেটে রহশ্যময় চুরি, মোটরসাইকেল জব্দ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ || ২০২২-০৫-০৯ ০৬:২০:৩১

image
গাজীপুরের কালিয়াকৈরে থানার সন্নিকটে কালিয়াকৈর প্রেসক্লাবের গ্রীল কেটে রহশ্যময় চুরির ঘটনা ঘটেছে। চুরি করা হয়েছে স্মার্ট টেলিভিশন, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল। এ ঘটনার পর রোববার দুপুরে প্রেসক্লাবের পাশে জঙ্গল থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এলাকাবাসী, প্রেসক্লাব ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় অবস্থিত কালিয়াকৈর প্রেসক্লাবে এ রহশ্যময় চুরির ঘটনা ঘটে। রোববার বেলা ১২টার দিকে প্রেসক্লাবে গিয়ে বারান্দার গ্রীল ও সভাপতি/সম্পাদকের কক্ষের দরজার হ্যাজবলের হুক কাটা দেখতে পান সাংবাদিকরা। ভিতরে গিয়ে দেখা যায় একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, আলমারী ও সভাপতি/সম্পাদকের টেবিলের ড্রয়ার ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল নেই। সব মিলিয়ে প্রায় ৭৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি অপারেশন মনিরুজ্জামান খান একদল পুলিশ নিয়ে সেখানে যান। এ সময় তদন্তের এক ফাঁকে প্রেসক্লাবের পাশের কবরস্থানের জঙ্গল থেকে ডিসকভার ১২৫ সিসি একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ ৪২-৫৯৬৭) জব্দ করে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গত শনিবার রাঁতের কোনো এক সময় একদল চোর প্রেসক্লাবে ঢুকে চুরি করেছে। হয়তো ওই মোটরসাইকেলটিও চুরি করা হয়েছিল। চুরি শেষে ওই মোটরসাইলটি স্টার্ড না হওয়ায় জঙ্গলে ফেলে রেখে চুরের দল পালিয়ে গেছে। এদিকে প্রেসক্লাবে রহশ্যময় চুরির খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় সাংবাদিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর থানার সন্নিকটে এমন রহশ্যময় চুরির ঘটনায় নিন্দা জানিয়ে দুঃখ্য প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিকরা। তদন্ত করে অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার দাবীও জানান তারা। এ ঘটনায় রোববার বিকেলে কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদী বাদী হয়ে কালিয়াকৈর থানা একটি অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ প্রেসক্লাব পরিদর্শন করেছেন। এসময় তার সঙ্গে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা সারোয়ার আলমসহ অন্যান্য কর্মকর্তারা। প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা জানান, থানার সন্নিকটে প্রেসক্লাবে এভাবে রহশ্যময় চুরি হওয়াটা আইন শৃঙ্খলার অবনতি ছাড়া আর কিছু নয়। প্রেসক্লাবে চুরির বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন মনিরুজ্জামান খান জানান, প্রেসক্লাবে পাশের জঙ্গল থেকে একটি মোটরসাইকেলও পাওয়া গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, প্রেসক্লাবে চুরির বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। তবে বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com