নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২২-০৪-২৬ ০৫:২৬:১২
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্যালাক্সি হোটেল এন্ড রেস্টুরেন্ট,ডিসি রোড নরসিংদী এর তৃতীয় তলায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক হুমায়ুন শাহ, সাবেক সভাপতি মাখন দাস, প্রতিষ্ঠাতা সভাপতি বাবু নিবারণ রায়, আল-আমিন ফেব্রিক্স এর স্বত্তাধীকারী ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আল-আমিন রহমান,আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু নরসিংদী জেলা জার্নালিষ্ট এন্ড রাইটার্স সোসাইটি র সাভাপতি হাজী জাহিদ, সাধারণ সম্পাদক আর এ লায়ন সরকার সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ তৌকির আহমেদ এর সঞ্চালনায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি আশিকুর রহমান, টুটুল শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, মাহবুব আলম লিটন, ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিউদ্দিন খন্দকার, নরসিংদী প্রেসক্লাব,এক্টিভ জার্নালিস্ট ইউনিটি,মাধবদী থানা প্রেসক্লাবসহ বিভিন্ন উপজেলা,থানা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে ন্যায়ের পথে অবিচল থেকে সত্য, বস্তুনিষ্ঠ,গঠনমূলক ও সাধারণ মানুষের উপকার হয় এমন সংবাদ প্রকাশসহ নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবকে ন্যায় ও নিষ্ঠার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান আগত অতিথিরা।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন জেলা রিপোর্টার্স ক্লাব সংলগ্ন দরবার শরীফ মসজিদের খতিব হযরত মাওলানা ইয়াসিন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357