২৬ এপ্রিল মুজিববর্ষে ৩য় পর্যায়ে পটুয়াখালীতে ১,০৫৬ ভূমিহীন প্রধানমন্ত্রীর ঘর পেতে যাচ্ছেন
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী ||
২০২২-০৪-২৪ ০৭:৫১:০৬
মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন (ক' শ্রেনী) পরিবার পুর্নবাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল সোমবার সারা দেশে ৩য় পর্যায়ে ৩২, ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এ কার্যক্রমের অংশহিসেবে পটুয়াখালী জেলার ৮টি উপজেলার ১,০৫৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর সংক্রান্ত জেলা প্রশাসন কর্তৃক প্রেসব্রিফিং সভা অনুষ্ঠিত।
আজ ২৪ এপ্রিল সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রেসব্রিফিং সভায় জেলার ৮টি উপজেলায় ২৬ এপ্রিল ১,০৫৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে বলে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান। ঘর হস্তান্তরের মধ্যে সদর উপজেলায় ৩৩ টি, বাউফলে ১৩৫টি, মির্জাগঞ্জে ১১টি, কলাপাড়া ১৩৭টি, গলাচিপায় ২১০টি, দশমিনায় ১০টি ও রাঙ্গাবালী উপজেলায় ৫২০টি উদ্বোধনীর দিন হস্তান্তর করার জন্য প্রস্তুত করা হয়েছে।
প্রেসব্রিফিং সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্বান, পটুয়খালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. সোহরাব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।
সভায় জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ দলমত নির্বিশেষে প্রকৃত ভূমিহীন-গৃহহীন মানুষ প্রধানমন্ত্রীর ঘর পাইতে পারে তার জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
জেলার ৮ টি উপজেলায় ১,২ ও ৩য় পর্যায় এ পর্যন্ত মোট ৬,৫২৮ টি ঘর বরাদ্দ প্রাপ্ত হয়ে ঘর নির্মানকরে ভূমিহীন - গৃহহীনদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357