নবীনগরে তিন খুনের মামলায় ১০ বছর পলাতক থাকার পর এক আসামির আদালতে আত্মসমর্পণ
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ||
২০২২-০৪-২১ ১১:১১:৪৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিন খুনের মামলায় ১০ বছর পলাতক থাকার পর ফরিদ মিয়া (৬০) নামের এক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগারের আদালতে তিনি আত্মসমর্পণ করেন
ফরিদ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মজিদপুরের মৃত আনু মিয়ার ছেলে। তিনি নবীনগর উপজেলার চিত্রী গ্রামে ২০১২ সালে সংঘটিত তিন খুনের মামলার ১০৪ নম্বর আসামি।
আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে মনু মিয়া, গুতু মিয়া ও হাসান মিয়া নামের তিনজন নিহত হন।
এ ঘটনায় নিহত হাসান মিয়ার ছেলে আতাউর রহমান বাদী হয়ে স্থানীয় বাসিন্দা গোলাপ মিয়াকে প্রধান আসামি করে ১৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। এ মামলায় ১০৪ নম্বর আসামি ফরিদ মিয়া।
আইনজীবী সাইফুল ইসলাম বলেন, আসামি ফরিদ মিয়া দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357