শিক্ষা প্রতিষ্ঠানে ঘটনা ঘটিয়ে তাতে সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে একটি মহল : শিক্ষামন্ত্রী
শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর ||
২০২২-০৪-১৯ ০৬:১৫:২৭
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি ঘটনা দেখলাম এবং প্রত্যেকটিতেই দেখা যাচ্চে- পূর্ব পরিকল্পিতভাবে দেশে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি করার নানা রকম চেষ্টা করেও তারা ব্যর্থ হচ্ছে। একবার দ্রব্যমূল্য নিয়ে খুব চেষ্টা করলো সেটিও যখন নিয়ন্ত্রণে, একেকবার নানা ইস্যু নিয়ে নামতে চেষ্টা করে। ঠিক একইভাবে এখন কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটাচ্ছে- যেগুলোতে তারা আবার সাম্প্রদায়িক চেহারা দেওয়ারও চেষ্টা করছে। আমি বিশ্বাস করি, এই অপচেষ্টাগুলো কোনভাবেই সফল হবে না। আমরাও সজাগ রয়েছি।
১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের দেশের মানুষ যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমাদের শিক্ষকদের প্রতি মানুষের সম্মান, শ্রদ্ধাবোধ রয়েছে। আমাদের শিক্ষকদেরও সজাগ দৃষ্টি রাখার জন্য বলেছি। কোথাও যদি দেখা যায়, কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত কেউ এর সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌরমেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357