সরকারি বাড়ি নির্মাণের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ ||
২০২২-০৪-১১ ০৯:০৯:৩৩
নরসিংদীর মাধবদীতে সরকারি বাড়ি নির্মাণের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। প্রতারক চক্রের সদস্যরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার এরুয়াখাই চক বাজার গ্রামের শফিউদ্দিনের ছেলে মোঃ ছগীর মিয়া(৩০), মৃত সাইফুলের কন্যা নাজমা বেগম(৩৫), পারভীন বেগম(২৫), ছেলে মোঃ সজিব মিয়া, মৃত ইদ্রিস আলীর ছেলে দুলাল মিয়া(৫০), মোঃ আব্দুল হকের ছেলে মোঃ আশরাফ আলী। এবিষয়ে ভোক্তভোগী নরসিংদীর মাধবদী নওপাড়া গ্রামের মৃত হাছেন আলীর স্ত্রী ছাবেদা বেগম অভিযুক্তদের আসামী করে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বর্ণনা থেকে জানা যায় আসামী ছগীর মিয়া ও মোঃ আশরাফ আলী নরসিংদীর মাধবদী নওপাড়া গ্রামে বাসা বাড়া নিয়ে রাজ মিস্ত্রির কাজ করত। সেই সুবাদে একি গ্রামের মৃত হাছেন আলীর স্ত্রী ছাবেদা বেগমের সাথে তাদের পরিচয় হয়। আসামীরা ছাবেদা বেগমকে সরকারি বাড়ি নির্মাণ করে দিবেন বলে প্রলোভন দেখায় ও বলেন সরকারি বাড়ি পেতে হলে আগে সরকারি ফান্ডে কিছু টাকা জমা দিতে হবে। পরে বিভিন্ন সময়ে ছাবেদা বেগমের নিকট থেকে ৫ লক্ষ ১০ হাজার টাকা নেন। বিনিময়ে বিশ্বাস অর্জন করানোর জন্য ০১ গাড়ী ইট ও ২০ ব্যাগ সিমেন্ট দেয় আসামীরা। বাকি মালামাল পরে দিবেন বলে জানান ছাবেদা বেগমকে। কিন্তু বহুদিন হয়ে যাওয়ার পরও বাস্তবতায় যখন কোনো কার্যক্রম দেখতে পাচ্ছে না এবং সরকারি অফিসে যোগাযোগ করে জানা যায় এবিষয়ে সরকারি খাতায় কোনো রেকর্ড নাই তখন ছাবেদা বেগম টাকার জন্য তাগাদা করলে আসামীগণ আত্মগোপন করেন। প্রতারক চক্রের প্রতারণায় প্রতারিত হয়ে ছাবেদা বেগম এখন দিশেহারা।
এবিষয়ে প্রতারক চক্রের ১নং আসামী ছগীর মিয়া বলেন আমি কোনো টাকা নেইনি। আমাকে বিনা দোষে ফাসানো হচ্ছে।
অপর অভিযুক্ত প্রতারক মোঃ আশরাফ আলী বলেন আমি শুনেছি মোঃ ছগীর মিয়া মানুষের নিকট থেকে সরকারি ঘর করে দিবে বলে প্রায় ৭ লক্ষ টাকা নিয়েছে। আমি নিজে এই ধরনের কোনো কাজের সাথে জরিত নয়। বরং ছগীরের বিরুদ্ধে ছাবেদা বেগমের দায়ের করা মামলার আমি একজন স্বাক্ষী ছিলাম।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357