পটুয়াখালীতে তিন চাঁদাবাজ সন্ত্রাসীর বিচার দাবীতে সাংবাদিক সম্মেলন ও মানববন্দন
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী ||
২০২২-০৪-১১ ০৭:১৬:০১
আজ ১১ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. রফিক প্যাদার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ চুন্নু তালুকদার।
তিনি লিখিত বক্তব্যে বলেন, ভিকটিম রফিক প্যাদাসহ আমরা শতাধিক পরিবার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে পায়রা বন্দর স্থাপনে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থরা লালুয়া থেকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় এলএ শাখা থেকে জমি অধিগ্রহনের টাকা উত্তোলনের কার্যক্রমের জন্য আসি। ঘটনার দিন ১০ এপ্রিল রবিবার দুপুর আনুমানিক ৩ ঘটিকারর সময় জেলা প্রশাসক কার্যালয়ের পশ্চিম পার্শ্বের রাস্তায় জেলা আইনজীবী সমিতির এনেক্স ভবনের পূর্ব পার্শ্বে ইউসুফের চা'য়ের দোকানের সামনের রাস্তায় জমি অধিগ্রহনের টাকা তোলার জন্য আসা মোঃ রফিক প্যাদা(৫২) কে পটুয়াখালী শহরের চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী নাসির উদ্দিন(৩৫), এজাজ হোসেন(২৮) ও আতাউল(৩৭) সহ ৫/৬ জন সন্ত্রাসী ৪ লক্ষ টাকা চাঁদা না দিয়ে জমি অধিগ্রহনের টাকা উত্তোলন করতে পারবি না বলে। এ সময় উক্ত দাবীকৃত চাঁদা টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাকে এলোপাথারি কিল ঘুষি লাথি মেরে আহত করে। এ সময় ডাকচিৎকার করলে তার সাথে আসা মুনসুর আলী তালুকদার, হাবিব তালুকদার ও রিপন গোলদার ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও মারধর করে সন্ত্রাসী নাসির উদ্দিন মুনসুর আলী তালুকদারের কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে হুমকি দিয়ে মোটর সাইকেলে দ্রুত চলে যায়। এ ঘটনায় ঐদিন রাতেই মো. রফিক প্যাদা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী নাসির গং সোমবার সকালে মল্লিকা রেস্তোরার সামনে রাস্তায় বাদী রফিক প্যাদাকে মারার জন্য ধাওয়া করলে দৌড়ে রক্ষা পায় বলে জানান রফিক প্যাদা। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে সকাল ১০ টায় পটুয়াখালর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লালুয়া গ্রামের শতাধিক পরিবার উক্ত চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার দাবীতে মানববন্দন কর্মসূচী পালন করে।
এ সময় পায়র বন্দরে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ মো. মিজানুর রহমান, মাহতাব তালুকদার, শহিদুল ইসলামসহ অর্ধশত জন উপস্থিত ছিলেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357