দেশে এখন কোন হাহাকার নাই দুর্ভিক্ষ নাই: ভোলায় কৃষিমন্ত্রী

ভোলা প্রতিনিধি: || ২০২২-০৪-১০ ১০:০৪:৩৩

image
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে এখন কোন হাহাকার নাই দুর্ভিক্ষ নাই কিন্তু মিডিয়া খুললেই কিছু বরেন্দ্রর অর্থনীতিবিদ ও আমাদের বিরোধী ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি একটা দলের সাধারণ সম্পাদক সারাদিন ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে দেশ ডুইবা গেলো মানুষ না খাইয়া মরতেছে মনে হয় যেনো একটা দুর্ভিক্ষ চলতেছে। দেশে কোন দুর্ভিক্ষ চলছে না। মানুষের কষ্ট হচ্ছে সেটা আমরা শিকার করি। সবজির সহ কোন কোন জিনিসের দাম বেশি কিন্তু দেশে কোন হাহাকার নাই, কোন মানুষ না খাইয়া মরে নাই। রবিবার (১০ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন চর মনশা গ্রামের সবুজ বাংলা কৃষি খামারে সমন্বিত ফল বাগান ও পেঁয়াজের মাঠ পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী আরও বলেন, এ বছর সরকারকে ২৮ হাজার কোটি টাকা প্রনোদনা দিতে হবে। পাশ্ববর্তী দেশ ভারতে টিএসপির দাম ৬০/৭০ টাকা পটাশিয়ামের দাম ৪০/৫০ টাকা। শুধু শেখ হাসিনা দেশে এতো বড় প্রতিকূলতার মাঝে এতো দাম বাড়া সত্যও একটাকা সারের দাম বাড়ানো হয়নি। আমরা কৃষকদের ফ্রিতে বীজ দিচ্ছি। বর্তমান সরকার যেই প্রনোদনা দিয়েছে পৃথিবীর ইতিহাসে এমন প্রনোদনা কোন দেশ দেয় নাই। মন্ত্রী বলেন, ভোলার মাটি উর্বর এখানে আমাদের বিজ্ঞানীরা ধান, পেঁয়াজ বেগুন, আম লিচুসহ বেশকিছু ফসলের নতুন নতুন জাত আবিষ্কার করেছে। ভোলায় মাটিতে আবিষ্কৃত সকল নতুন জাতে ফসল ভোলাসহ সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ আমরা একটি পরিকল্পনা গ্রহন করেছি। আশাকরি এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশে সফলের ঘার্তী থাকবে না। ভোলাতে পেঁয়াজ চাষে সফলতা পাওয়ায় খুশী হন মন্ত্রী। পরে মাঠে কৃষকদের সাথে কথা বলেন। ভোলার মাটি পেঁয়াজ চাষের জন্য উপযোগী। তাই এখানকার চাষীদের পেঁয়াজ চাষে আগ্রহী করার জন্য সব ধরনের সহযোগীতা করবে সরকার। পেঁয়াজ এর আবাদ বাড়লে বাজারে পেঁয়াজে সংকট আর থাককেনা বলে জানান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কৃষিকে বানিঞ্জিক ভাবে গরতে চাই। কৃষি কাজ করে আমার কৃষক যেনো লাভবান হয়।যে লাভ দিয়ে তার জীবন যাত্রার মান উন্নত হয়। সে লক্ষে আমরা কাজ করে যাছি। অনেক সময় আমরা দেখে আসছি পেঁয়াজ, আলুর ফলন ভালো হলে কৃষক তার দাম পায়না।সকল দিক বিবেচনা নিয়ে আগামীতে কৃষিকে একটা লাভজনক স্থানে পৌঁছেদিবো। বন্যায় যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সরকার প্রনোদনা দিয়ে পাশে দাড়াবে বলে জানান তিনি। মাঠ পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন কৃষি সচিব মো: সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক মো: শাহজাহান কবীর, ভোলা জেলা প্রশাসক, তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার সবুজ বাংলা কৃষি খামার এর মাধ্যমে ভোলায় পেঁয়াজ চাষে বিপ্লব ঘটিয়েছে। ইতোমধ্যে তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন। এবছর তিনি ২০ একর জমিতে ১০০ হেক্টর মেট্রিক টন পেঁয়াজ এর আবাদ করে সফলতা পেয়েছেন। পাশাপাশি আদা ও বিভিন্ন প্রজাতির আম চাষ করেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]