বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি: ||
২০২২-০৪-০৮ ০৬:১৪:০৯
বেসরকারি শিক্ষকরা শিক্ষকদের দাবিকৃত শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা জানি আমাদের বেসরকারি শিক্ষকরা, তাদের উৎসব ভাতা শতভাগ চান। আসলে এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে আমি মনে করি, যখন আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছি, তখন শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা বিধান করা ছাড়া কিন্তু শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব নয়। তবে সরকারের আবার সক্ষমতার বিষয় রয়েছে। কাজেই সব কিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357