মেয়র জামাল মোল্লার বিরুদ্ধে আদালতের রায়কে অমান্য করে মুক্তিযুদ্ধার বাড়ি ভাঙচুরের অভিযোগ
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২২-০৪-০৬ ১২:২৬:৪৩
নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় আদালতের রায় কে অমান্য করে মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় তারা বসত বাড়িত হামলা ভাংচুর সহ অগ্নিসংযোগ ৯ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। হামলায় বাড়িতে থাকা গৃহববধু, নারী পুরুষ সহ ছয়জন আহত হয়। বৃহস্পতিবার সকালে রায়পুরা পৌরসভা ২ নং ওয়ার্ডের রামনগরহাটি এলাকায় ঘটনাটি ঘটে। হামলার স্বীকার ১/ কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ ওরফে রেজবী সরকার, ২/ রতন সরকার ৩/রুমি ডাক্তার রায়পুরা মৌজার সিএস দাগের ৯৪৬/ দাগের ১আনায় ৪০শতক, বেনালিশা সিএস ৪৪৭নং দাগে ৬৯ শতাংশ,বেনালিশা সিএস,৫০৩ দাগে ৮২শতাংশ, বেনালিশা সিএস ৭৩৫ দাগে ৬০ শতাংশ একুনে ৪ টি দাগে ২৫১শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে দেওয়ানি আদালতে মামলা চলমান রয়েছে মামলা নং১০৫/২০২১ দাখিলের পর পর-ই মহামান্য বিজ্ঞ রায়পুরা সহকারী জজ আদালত নরসিংদী আমলে নিয়ে বিবাদী জামাল মোল্লা গংদের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা জারি করে ও ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করে যাতে তাদের কাগজপত্র নিয়ে আদালতে হাজির হয়, এবং উহাদের জারিত বলা হয় কোন রকম দখলকারীদের হয়রানি সম্পত্তির ক্ষতি সাধন এবং কোন বিষয় পরিবর্তন না করার নির্দেশ প্রদান করেন, মামলার বাদী জানান যে আদালতে জামাল মোল্লা (মেয়র রায়পুরা পৌরসভা) হেরে গিয়ে সে ক্ষিপ্ত হয়ে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ৩১/০৩/২২ শুক্রবার সকাল আনুমানিক ৬.৩০ দিকে ৪৫ থেকে ৫০ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে মেয়র জামাল উদ্দিন তাদের উপরে চড়াও হয় এবং হামলা করে ভাঙচুর করে, আদালতে দেওয়ানী মামলার বাদী আবুল কালাম আজাদ ওরফে রেজভী সরকারের ওপর চড়াও হয় তাকে এলোপাতাড়ি হকিস্টিক দেশীয় অস্ত্র পাইপ দিয়ে পেটাতে থাকে, তার স্ত্রী স্বামীকে বাঁচাতে আসলে তাকে বেদম মারপিট করে এবং তার ছোট ভাই রতন সরকার ডাক চিৎকার শুনে ছুটে এসে ভাই ভাবিকে বাচানোর চেষ্টা করলে তাকেও হকিস্টিক দিয়ে জখম করে, তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে। বছর দুই আগে জামাল মোল্লা(মেয়র) ভূয়া দলিল বানিয়ে বার বার আমাদের জমি দখল করতে আসে। আমাদের বাবা বীর মুক্তিযুদ্ধা আল আমিন সরকার উনার প্রত্যেক সম্পত্তি রেখে যায় ওয়ারিশগণ আমরা ১০ জন মেয়র জামাল উদ্দিন আওয়ামী লীগের ক্ষমতাসীন লোক হওয়ায় ও মেয়র হয় আমরা তাদের ভয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা ১/জামাল মোল্লা ২/ মোঃ মেহেদী হাসান রুবেল ৩/মোঃ পাভেল মিয়া উভয় পিতা আবদুল রব মোল্লা ৪/মোহন মোল্লা ৫/ মোঃ রাহাত মোল্লা উভয় পিতা মোঃখোরশেদ মোল্লা ৬/আল,আমিন৭/নয়ন মোল্লা উভয় পিতা মোঃ নান্নু মোল্লা মোহাম্মদ হানিফ মিয়া পিতা শাহজাহান মিয়া মোহাম্মদ রাজন মোল্লা পিতা হোসেন মোল্লা মোহাম্মদ রিফাতসহ ৩০/৩৫ জনকে আসামি করে আমরা একটি অভিযোগ করি রায়পুরা মডেল থানায় এ অভিযোগটি যাওয়ার পরে কোনরকম আসামীদেরকে গ্রেফতার করা হয়নি বরংচ উল্টো আমাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ করে ওই অভিযোগের ভিত্তিতে দারোগা এবং ওসি সাহেব মীমাংসার জন্য চাপ দেয়। নিরুপায় হয়ে আমরা নরসিংদী জজ আদালতে মামলার প্রস্তুতি নেই, এ বিষয়টি নিয়ে অভিযোগকারী ফেরদৌস সরকার জানান যে আমাদের মামলাটি আমলে না নিয়ে বরংচ আমাদের কে হুমকি দেওয়া হচ্ছে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আমরা আদালতের দ্বারস্থ হচ্ছি। জমির বিরোধ কে নিয়ে আমাদের প্রতিনিধি মেয়র জামাল মোল্লা সাহেবের কাছে রায়পুরা পৌরসভায় বিষয়টি নিয়ে জানতে গেলে সেখানে মেয়র কে না পেয়ে মুঠো ফোনে কল দিলে মেয়র জামাল মোল্লা জানান যে আমারও চার থেকে পাঁচজন লোক গুরুতর আহত হয় আর আমার লোকদেরকে বেদম পিটিয়ে আহত করেছে আমি রায়পুরা থানায় একটি অভিযোগ করেছি আমার ক্রয় করা জমিতে তারা জোরপূর্বক ঘর দরজা নির্মাণ করেছে ওদের বাড়ি-ঘর ভাঙচুর করিনি বরং তারা নিজেদের বাড়ি নিজেরাই ভেঙ্গে মিথ্যাচার করছে, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান সাহেবের কাছে উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে কোন ব্যবস্থা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান যে আমরা উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, জমি নিয়ে আদালতে দেওয়ানী মামলা চলছে এখানে আমরা কোন রায় দিতে পারব না তবে যেখানে মারামারি হয়েছে বিষয়টি তদন্ত করে আমরা আপোষ মিমাংসার চেষ্টা করছি কোন পক্ষ যদি মামলা এন্ট্রি করতে চায় আমরা তদন্ত করে মামলা অ্যাফেয়ার ভুক্ত করব।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357