চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধিঃ ||
২০২২-০৩-২৬ ০৮:৪৭:২৪
আগামীকাল ২৭ মার্চ চাঁদপুর জেলার সদর উপজেলাধীন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হবে। সকাল সাড়ে দশটায় নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অঞ্জনা খান মজলিশ। নতুন ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে শিক্ষা জীবনের সাফল্যের জন্য সম্মাননা প্রদান করা হবে এবং চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
২০১১ সালের ১৫ অক্টোবর চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। ২০১৭ সাল থেকে দীর্ঘ চার বছর বিভিন্ন কারণে নির্মানাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ ছিল। এসময়ে নির্মানাধীন ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়ে বিদ্যালয়টি ধ্বংসের দ্বারপ্রান্ত পৌঁছে গিয়েছিল। মাদকসেবী নেশাখোর ও অপরাধীদের আস্তানায় পরিনত হয়েছে নির্মানাধীন ভবনটি। পরিশেষে অনেক চড়াই উতরাই পেরিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের অদম্য ইচ্ছা শক্তি, ধৈর্য এবং বিচক্ষণ নেতৃত্বে ২০২১ সালের জুলাই মাস থেকে পুনরায় বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্প কমিটির আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিনের তত্ত্বাবধানে প্রকল্প কমিটির মাধ্যমে নতুন ভবনের কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে গরিবের স্কুলটি আজ ফিরে পাচ্ছে এক নতুন প্রাণ!
" কন্ঠ হারা পাখির মত / স্বপ্নহারা আঁখির মত/ গন্ধহারা ফুলের মত / সব হারালো যারা / আমি তাদের দলের মানুষ বলেই এমন আত্মহারা " কবির কবিতার মত যাদের যাপিত জীবন, চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার মেঘনা পাড়ের বিভিন্ন বস্তিতে বসবাসরত সেসব ভাগ্যহত হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, শ্রমজীবী শিক্ষার্থীদের কলরবে আজ থেকে মুখরিত হবে চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি।
সমাজের ভাগ্যহত হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, শ্রমজীবী শিশু- কিশোরদের প্রাথমিক শিক্ষা প্রদানের মাধ্যম মূল স্রোতধারায় সম্পৃক্ত করে জাতির সার্বিক উন্নয়ন কর্মকান্ডে তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য সরকার ও দাতা সংস্থার সহায়তায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু কল্যাণ ট্রাস্ট দেশের বিভিন্ন জেলায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর শহরের ঘনবসতিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠী ও বস্তি এলাকা বড় স্টেশনের মাদ্রাসা রোডস্থ উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৬ সাল থেকে চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের পর উক্ত বিদ্যালয় ভবনে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
প্রতিষ্ঠার পর থেকে ভাগ্যহত হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, শ্রমজীবী শিশুদের এই বিদ্যালয়টি প্রাথমিক সমাপনী পরীক্ষায় শত ভাগ পাশের হার, প্রাথমিক সরকারি বৃত্তি এবং শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি অর্জনের মাধ্যমে অদ্যাবধি সফলতার সাথে এগিয়ে চলছে।
শিশু কল্যাণ ট্রাস্টের নিজস্ব বিদ্যালয়ের অনুমোদিত টাইপ প্লানে চারতলা ভিত্তি প্রদান করে গত ১৫ অক্টোবর ২০১১ খ্রিস্টাব্দে চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তৎকালিন জেলা প্রশাসক ও চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রিয়তোষ সাহা। শিশু কল্যাণ ট্রাস্ট, চাঁদপুর জেলা প্রশাসক, চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে প্রায় পঞ্চাশ লাখ ব্যয়ে বিদ্যায়টির একতলা ভবন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357