রামেক ছাত্রলীগ সভাপতির উদ্যোগে "বঙ্গবন্ধু লাইব্রেরি" উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি : || ২০২২-০৩-২১ ০২:২৪:৪৩

image

স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি ডা. মনন কান্তি দাস এর উদ্যোগে, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের নিজ অর্থায়নে রাজশাহী মেডিকেল কলেজের "শহীদ শাহ মাইনুল আহসান চৌধুরী পিংকু" ছাত্রাবাসে একটি লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এই লাইব্রেরির নামকরণ করা হয়েছে "বঙ্গবন্ধু লাইব্রেরি"। 

স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মদিনের এই মাহেন্দ্রক্ষণে "বঙ্গবন্ধু লাইব্রেরি" উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ এবং বিএমএ, রাজশাহীর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো: নওশাদ আলী।

রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: নওশাদ আলী এসময় রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং মুজিব আদৰ্শ চর্চার মাধ্যমে ক্যাম্পাসে এটি একটি ইতিবাচক আবহ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, ছাত্রাবাসে এই ধরণের লাইব্রেরি নির্মাণ শুধু রাজশাহী মেডিকেল কলেজ নয়, দেশের সকল মেডিকেল কলেজের ইতিহাসে এক মাইলফলক। 

রামেক ছাত্রলীগ সভাপতি ডা. মনন বলেন, "এই লাইব্রেরি আমাদের খুব আবেগের একটি জায়গা। রামেক ছাত্রলীগের কর্মীরা তাদের নিজেদের টিউশনির টাকা, হাত খরচের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে সম্পূর্ণ নিজেদের অর্থায়নে তিলে তিলে এই লাইব্রেরি তৈরি করেছে। রামেক ছাত্রলীগের কর্মীদের মুজিব আদর্শ ধারণ করে এগিয়ে চলতে এই লাইব্রেরি রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।"

এসময় উপস্থিত ছিলেন রামেক স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. মো: খলিলুর রহমান, রামেক স্বাচিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহবুবুর রহমান খান বাদশাহ, হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশীদ, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাফিজুর রহমান, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, ডেন্টাল সোসাইটি, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. এ.কে.এম. আসাদ পলাশ, রামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইমরান হোসেন সহ রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মী।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com