বান্দরবানে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধিঃ ||
২০২২-০৩-১৪ ০৬:২২:১১
বান্দরবান পৌরসভার অধীনস্থ ৬নং ওয়ার্ডের ১নং ইউনিট আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকাল ৩টায় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে বনরুপা অস্থায়ী মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় । এসময় ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মহিউদ্দিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, তৃণমূলকে সুসংগঠিত করতে হলে সম্মেলনের বিকল্প নেই। সংগঠনের শিকড় হলো তৃণমূল। তাই তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন যে নেতৃত্ব সাংগঠনিক দায়িত্ব আসবেন তাদের নেতৃত্বে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ১নং ইউনিট শাখা আগামীতে শক্তিশালী একটি সংগঠন হিসেবে গড়ে উঠবে এটাই আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগই এর সুফল পাবে। অনুষ্ঠান শেষে, ৬নং ওয়ার্ড আওয়ামী
লীগের ১নং ইউনিট শাখার সকল নেতাকর্মীর মতামত ও সহযোগী সংগঠনগুলোর পরামর্শে আলহাজ্ব আবুল বাশারকে সভাপতি এবং ঝন্টু দাশকে সাধারণ সম্পাদক হিসেবে ৩ বছর মেয়াদে নতুন কমিটির ঘোষণা করা হয়। এ বিষয়ে শহর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ বলেন, বান্দরবান শহর আওয়ামীলীগের মেয়াদ উর্ত্তীর্ণ কমিটি গুলোকে সম্মেলনের মাধ্যমে সুসংগঠিত করা হবে।এই ক্ষেত্রে সংগঠনে যেসব নেতাকর্মীর অবদান আছে,ত্যাগ আছে এবং শ্রম আছে তাদেরকে দায়িত্ব দিতে চায় বান্দরবান শহর আওয়ামীলীগ।এতে তৃণমূলের নেতাকর্মীরা উৎসাহিত হবে সর্বোপরি সাংগঠনিকভাবে মূল্যায়িত হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357