দিনাজপুর চিরিরবন্দরে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার পরের ডিসপোজাল
দিনাজপুর প্রতিনিধি: ||
২০২২-০২-২৬ ১০:০৮:৪২
দিনাজপুরের চিরিরবন্দের পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরে রংপুর থেকে র্যাব একটি বোমা ডিস্পোজাল একটি টিম উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।
এর আগে আজ শনিবার বেলা ১১টায় গ্রেনেডটি উদ্ধার করা হয়। গ্রেনেডটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা।
স্থানীয়রা জানান, উপজেলার তেঁতুলিয়ার শেফালী বাজারের পূর্ব দিকে বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা সরোজ কুমারের পুকুরটি অনেক পুরোনো। পুকুরটি নতুন করে খনন করার সময় কাঁদার ভেতর থেকে গ্রেনেডটি পাওয়া যায়। প্রথমদিকে এটি গ্রেনেড বোমা তা কেউ বুঝতে পারেননি। পরে বুঝতে পারলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধা মহিরউদ্দিন বলেন, ওই এলাকায় আমাদের অস্থায়ী একটি ক্যাম্প ছিল। সে সময় মুক্তিযোদ্ধারা এ ধরনের হ্যান্ড গ্রেনেড ব্যবহার করতেন। গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময়কার বলে মনে হচ্ছে।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ বলেন, হ্যান্ড গ্রেনেডটি খুবই ছোট আকৃতির। তাতে মরিচা পড়ে গেছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে সক্রিয় হিসেবে বিবেচনায় নিচ্ছে। এরই মধ্যে রংপুরের র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
রংপুর থেকে বোমা নিষ্ক্রিয়কারী একটি টিম ঘটনাস্থলে এসে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরণ ঘটায় ফলে এলাকার প্রায় 300 মিটার পর্যন্ত বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে।
স্থানীয় মানিক হোসেন জানায় প্রশাসনের লোকের উপস্থিতিতে রংপুর থেকে আসা বোম ডিসপোজাল তারিখ টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়করণ করা হয় এবং এর বিকট শব্দে উপস্থিত অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357