বাঘাইছড়ি উপজেলার দেশের বৃহত্তম পর্যটন কেন্দ্র মেঘের রাজ্যে খ্যাত সাজেক ভ্যালি ভ্রমণে দুইদিনের নিষেধাজ্ঞা জারি করেছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসন। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বাঘাইছড়িতেও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৬ ও ৭ ফেব্রুয়ারি বাঘাইছড়ি এবং সাজেকে পর্যটকবাহী সকল ধরনের যানবাহন এবং পর্যটন কেন্দ্রের সব রিসোর্ট-কটেজ বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টার পর থেকে যথারীতি সব উন্মুক্ত থাকবে।
সাজেকের রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই জানান, ইউপি নির্বাচন উপলক্ষে প্রশাসনের এ নির্দেশনাকে গুরত্ব দিয়ে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সব রিসোর্ট-কটেজের বুকিং বাতিল করা হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই সাজেকের সড়কে যান-চলাচল বিধিনিষেধ আরোপে মাঠে থাকবে পুলিশ।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপে রাঙ্গামাটির তিনটি উপজেলা বাঘাইছড়ি, লংগদু ও জুরাছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com