সরকার চাইলে নির্বাহী আদেশ সংশোধন করে খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে : ড. খন্দকার মোশারফ হোসেন
চাঁদপুর প্রতিনিধি: ||
২০২২-০১-১২ ০৮:৩৬:৪৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে সরকার আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সরকার যে নির্বাহী আদেশ প্রনয়ন করা হয়েছে, তা সংশোধন করে নিশর্তভাবে মুক্তির দাবি জানাই।
তিনি বুধবার (১২ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহরের নতুনবাজারস্থ মুনিরা ভবনের মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রীকে যে ভাবে মিথ্যা ও বানোয়ান মামলায় এবং ফরমায়েসী রায়ে তাকে যে সাজা দেয়া হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। তাই আমরা বেগম খালেদা জিয়ার পুনঃমুক্তি চাই। বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করছে। এখন দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, তা এখন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। তাই গণতান্ত্রিক সমাবেশে বাংলাদেশে ডাকা হয় না। এই সরকারকে মানুষ আর চায় না। তাই জনগনের দাবি সরকারের পদত্যাগের মধ্যদিয়ে নির্দলীয় একটি তত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন। আজকে বিএনপির জন সমাবেশে শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষও স্বত্ব:ফূর্তভাবে জনগণ অংশ নিয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুস সালাম, বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357