বান্দরবানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ
মিঠুন দাশ, বান্দরবান ||
২০২২-০১-১২ ০৩:০৫:৫১
বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পৌর আওয়ামী লীগ। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় বান্দরবান সদরস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের উদ্দ্যোগে ১ হাজার ৫ শত দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । এসময় শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে অসম্পূর্ন কাজ গুলোকে পূর্ণতা দিতে বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্য বদলাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তিনি সরকারের পাশাপাশি বান্দরবান জেলার সকল আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনকে জনগনের মানবিক সেবায় এগিয়ে আসার আহব্বান জানান। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জেলা আওয়ীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম'সহ প্রমুখ ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357