নতুন মেসিন চালু করার তিন ঘন্টার মধ্যেই নিহত
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২২-০১-০৪ ০৯:৩৯:২৪
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্লাস্টিক বোতল তৈরির লিশন নামে একটি মেশিনে দুর্ঘটনায় মো. মোশাররফ হোসেন (৪৫) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টায় পৌর এলাকার ভাগদী গ্রামের ঘোড়াশাল কনটেনার্স লিমিটেডের ভিতরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ ওই কারখানার প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার বালুয়ার চর গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে গাজীপুর সদরের কাশিমপুর এলাকার এনায়েতপুর গ্রামে বসবাস করতেন। ঘোড়াশাল কনটেইনার্স লিমিটেডের জিএম আশরাফুল আলম দুর্ঘটনায় মো. মোশাররফ হোসেনের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের শ্যালক মুসলিম মিয়া এবং কারখানার অন্য কর্মকর্তরা জানান, প্লাস্টিকের বোতল তৈরির লিশন নামে একটি নতুন মেশিন ঘোড়াশাল কনটেইনার্স লিমিটেডের কারখানায় এক সপ্তাহ আগে স্থাপন করা হয়। শনিবার বিকেলে ওই মেশিনটি উৎপাদনে যাওয়ার জন্য উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৩ ঘণ্টা পর ওই মেশিনে প্লাস্টিকের বোতল তৈরি করার সময় কারখানার প্রোডাকশন ম্যানেজার দুর্ঘটনার শিকার হন। এসময় তার মাথার একটি অংশ ওই মেশিনে লেগে যায়। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কারখানার নিজস্ব গাড়ি দিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেলে কলেজে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৭টায় হাসপাতালে নেওয়ার পর সেখানকার দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, কারখানা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে জানা যায় তিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357