সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: || ২০২০-০৭-০১ ০২:৩৩:৫৩

image

আসন্ন ঈদ-উল-আজহা সামনে রেখে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য কয়েকটি গণমাধ্যমকে জানান।
আগে দোকানপাট খোলা ছিল বিকেল ৪টা পর্যন্ত।

তিনি জানান বলেন, ঈদ সামনে রেখে ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এছাড়াও, ঈদে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুরহাট বসবে।

তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এখনকার মতো ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]