মহেশখালীর মেয়রকে গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি: || ২০২১-১২-০৮ ০৬:১০:২০

image

২৪ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের উপর হামলায় জড়িত কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়াসহ এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারের দাবিতে কক্সবাজার সদরে মানববন্ধন করেছেন জেলার মুক্তিযোদ্ধারা। বুধবার (৮ ডিসেম্বর) সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তাঁরা এ সময় মেয়র মকসুদ মিয়া পিতা হাশেম সিকদার ও চাচা মৌলভী জাকারিয়া কর্তৃৃক ৭১ মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত বিভিন্ন অপরাধের স্থির চিত্র জনসমক্ষে তুলে ধরেন মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা।

মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সভা বীর  মুক্তিযোদ্ধা হাজী বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে মহেশখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও হামলায় আহত আমজাদ হোসেনসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ার হোসেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে কুখ্যাত রাজাকার হাশেম সিকদার এবং তার ভাই মৌলভী জাকারিয়া কর্তৃক সংঘটিত হত্যা ধর্ষণের কথা সবাই জানেন। মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে সেই অপরাধের কথা তুলে ধরেছি। এরপর থেকেই আমাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। মেয়র মকসুদ মিয়াসহ তার পরিবারের সবাই আওয়ামী লীগ বিরোধী রাজনীতির সাথে সম্পৃক্ত হলেও মকসুদ মিয়া নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। যা মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জাজনক।  তিনি ২৪ নভেম্বর তাঁর উপর হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় বক্তব্য দানকালে অন্য মুক্তিযোদ্ধারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হলেও এর সুফল ভোগ করছে স্বাধীনতা বিরোধীরা। যা কখনোই কাম্য ছিলো না। 

সভাশেষে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]