পটুয়াখালীতে পর্যালোচনা সভা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সনদপত্র বিতরন

পটুয়াখালী প্রতিনিধিনঃ || ২০২১-১২-০৬ ০৫:৫৯:০৯

image
বিজয়ের মাস ডিসেম্বর এবং মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা পর্যয়ে স্বাস্থ্যকর গ্রাম কার্যক্রমের পর্যালোচনা সভা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সনদপত্র বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ম্যাক্স ফাউন্ডশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন ম্যাক্স ফাউন্ডেশনের যোগাযোগ ম্যানেজার সজল কোরায়শী। বক্তব্য রাখেন ম্যাক্স ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইফরান, এ্যাডভোকেসী এন্ড গর্ভনেন্স বিশেষজ্ঞ ফয়সাল আহমেদ, সভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল নাসিম সানি, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যার্নাজী, জৈনকাঠি ইউপি চেয়ারম্যান এস এম ফিরোজ আলম, মাদারবুনিয়া ইউপি সদস্য তানিয়া বেগম, সিএইচবি সভাপতি হারুন অর রশিদ। সভা শেষে ২২৪ জন কে সনদপত্র এবং ৪৫জন ইউপি চেয়ারম্যাসহ স্টেকহোল্ডারদের ক্রেস্ট প্রদান করা হয। বক্তারা বলেন আমাদের গ্রাম সমুহে অভাবের কারনে এবং সচেতনতার অভাবে এখনও অনেক মানুষ স্বাস্থ্যসেবা ও পুষ্টিহীনতায় ভুগছেন। বিশেষ করে গর্ভবতী মহিলাগন এ সমস্যার সম্মুখিন বেশী হচ্ছেন তবে সরকারি বেসরকারি পর্যায়ে এখন বেশ কিছু কার্যক্রম চলমান রয়েছে। যার ফলে মানুষ স্যানিটেশন, প্রজনন স্বাস্থ্য ও পুস্টি বিষয়ে ধারনা লাভের পাশাপাশি কিছু সেবা পাচ্ছেন। তবে এসব সেবাগুলো আরো বড় পরিসরে প্রদান করা হলে আরো বেশি সংখ্যক মানুষ উপকারভোগীর তালিকায় আসবে। এসময় ম্যাক্স ফাউন্ডেশনকে তাদের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান বক্তারা। আলোচনা শেষে স্টেকহোল্ডারদের সনদপত্র ও ক্রেস্ট বিতরন করা হয়। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে ম্যাক্স ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন অতিথিবৃন্দ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com