ভোলায় ৮ কোটি টাকার শাড়ি জব্দ করেছে কোস্টগার্ড

ভোলা প্রতিনিধি: || ২০২১-১১-২৩ ০৮:৩০:৩০

image
ভোলা সদরের তুলাতলী লঞ্চঘাট এলাকা দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি-কাপড় জব্দসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ কাপড়গুলোর মূল্য আট কোটি টাকা। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা (লে. বিএন) খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটকরা হলেন- রফিকুল ইসলাম (৩০), নূর ইসলাম (৩৬), মোম আসাদুজ্জামান (৩৮), শহীদ শেখ (৪০) ও মো. লিটন (৩৮)। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার (২১ নভেম্বর) বিকেলের দিকে ভোলা সদরের মেঘনা নদীর তুলাতলী পয়েন্টে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে আসা একটি নৌযান থেকে ৮ কোটি টাকার বিদেশি শাড়ি-কাপড় জব্দসহ ওই ৫ চোরাকারবারীকে আটক করা হয়। জব্দ শাড়ি-কাপড়ের মধ্যে রয়েছে ১৫ হাজার ৩৬৭ পিস শাড়ি, এক হাজার ২২ পিস শ্রী পিস, ৯৪৫ পিস লেহেঙ্গা, পাঁচ হাজার ৭৯২ পিস শাল ও এক হাজার ৪০০ পিস ওড়না। জব্দ শাড়ি-কাপড় এবং আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com