ফুলবাড়ীতে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) || ২০২১-১১-২২ ২১:২৭:২২

image
আসছে ২৮ শে নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাওয়া খাওয়া শেষ ছেড়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা সেইসঙ্গে দিচ্ছেন নানান উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটাররাও বলছেন এলাকার উন্নয়ন যে প্রার্থী কাজ করবেন, তাকেই তারা নির্বাচিত করবেন। ছয়টি ইউনিয়ন মিছিল-মিটিং, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগসহ ছয়টি ইউনিয়নেরই হাট বাজারে, চা স্টলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। প্রতিটি গ্রামের অলিগলিতে ব্যানার, পোস্টার ও লিফলেটে ছেয়ে গেছে। সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৯৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে ১৩৬১৩৯ ভোটারের মধ্যে ৬৭৩৭২ জন পুরুষ ভোটার ও ৬৮৭৬৭জন নারী ভোটার রয়েছে যারা ৬৭ টি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মমিনুর আলম জানান, নির্বাচন উপলক্ষে আমাদের সমস্ত প্রস্তুতিমূলক কাজ আমরা ইতিমধ্যে শেষ করেছি এবং আমরা প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা মিটিং করেছি প্রার্থীরা আমাদেরকে সুন্দর সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছেন আশা করি আমরা এই উপজেলায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিব।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]