শরীয়তপুরে বিএনপির গণঅনশন পালিত
শরীয়তপুর প্রতিনিধিঃ ||
২০২১-১১-২০ ০৮:৪২:১৮
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার ব্যবস্থা করার দাবিতে গণঅনশন পালন করা হয়েছে। শনিবার জেলা শহরের কোর্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণ করেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, এড. জাহাঙ্গীর আলম কাশেম, বিএম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি এড. মনিরুজ্জামান খান দিপু, দপ্তর সম্পাদক কামরুল হাসান, সহ-প্রচার সম্পাদক মৃধা নজরুল কবির, পৌরসভার সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সাবেক সভাপতি মামুন খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, বিএনপি নেতা এড. শাহাদাত হোসেন, এড. মনোয়ার হোসেন, এড. রুবায়েত মনির, এড. নাসির হোসেন, এড. জয়নাল আবেদীন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সহ-সভাপতি কামাল শেখ, জাজিরা ঊপজেলা কৃষক দল আহবায়ক জয়নাল আবেদীন কাজী, যুগ্ম আহবায়ক বাদশা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আক্তার মাঝি, জেলা জাসাস সাধারণ সম্পাদক মনজুর হাসান, রাসেল সরদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357