বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো হবেঃ পররাষ্ট্রমন্ত্রী
এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি: ||
২০২১-১১-২০ ০৮:১৯:০৫
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাসযোগ্য পরিস্থিতি হলে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো হবে। রোহিঙ্গারা নিরাপত্তার নিশ্চয়তা ও ইতিবাচক পরিবেশ পেলে মিয়ানমারেই ফিরে যেতে চাইবে।
শনিবার দুপুরে মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের হত্যাকান্ড আমাদের জন্য দুঃখজনক, তবে ভারতের জন্য লজ্জার। আমরা এই অপ্রত্যাশিত হত্যকান্ড বন্ধ করার চেষ্টা করছি।
এর আগে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি। এ সময় তার সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357