গাজীপুরে নিরাপদ দুধ ও মাংস উৎপাদন প্রশিক্ষণ
হাসিব খান, গাজীপুরঃ ||
২০২১-১১-২০ ০৮:১২:৫৮
গাজীপুরের মনিপুর খতিব খামারবাড়িতে অনুষ্ঠিত হয়েছে নিরাপদ দুধ ও মাংস উৎপাদন প্রশিক্ষণ। শনিবার(২০ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভাওয়ালগড়ে, মির্জাপুর,পিরুজালী ইউনিয়ন ডেইরি ফার্মারস্ ও গাজীপুর সদর ডেইরি ফার্মারস্ এসোসিয়েশনের উদ্যোগে ওই প্রশিক্ষণ কার্যক্রম চলে। এতে প্রধান অতিথি হিসেবে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাকে হালাল টাকায় মানুষ করেছেন কৃষক বাবা। খামারিরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে। আজ খামারিদের প্রশিক্ষণ দেওয়া হলো এটি একটি ইউনিক চিন্তা, একটি নতুন মাইলফলক। এর মাধ্যমে সমৃদ্ধ হবে আমাদের কৃষি। সংগঠনের জেলা সভাপতি আকরাম হোসেন বাদশার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অনেকে। গাজীপুর জেলা ডেইরি ফার্মারস্ সভাপতি আকরাম হোসেন বাদশা। তিনি খামারীদের অধিকার আদায়ের ব্যাপারে এমপিকে পাশে থাকার অনুরোধ করেন। কৃষকদের সদমুক্ত ঋণ দেয়ার জন্যেও আবেদন জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস.এম উকিল উদ্দিন, গাজীপুর সদর নির্বাহী অফিসার এস.এম সাদিক তানভীর প্রমুখ। দিনভর ১হাজার ৫ জন মানুষকে নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে প্রশিক্ষণ দেন গাজীপুর সদরের ভেটেরিনারী সার্জন ডা. মিজানুর রহমান ও গাজীপুর প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডা. শিহাব মিয়া। প্রশিক্ষণ শেষে প্রতিটি খামারিদের দেওয়া হয় সনদ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357