ভোলায় আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম চড়া

ভোলা প্রতিনিধি: || ২০২১-১১-১৫ ০৩:২৩:২৩

image

ভোলায় এখনো পুরোপুরি শীত শুরু না হলেও উপকূলীয় দ্বীপ জেলা ভোলার বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন শীতকালীন সবজি। সরবরাহও ভাল। জেলার অধিকাংশ সবজি বাজারে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি উঠলেও ঊর্ধ্বমুখী দামের কারণে কিনতে পারছেন না ক্ষুব্দ সাধারণ ক্রেতারা। তারা ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন। শীতকালীন সবজিসহ প্রায় প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের।

বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে আগাম শীতকালীন সবজি উঠছে। তাই দামও একটু বেশি। তবে শীত শুরু হয়ে গেলে এ দাম কমবে বলেও জানান বিক্রেতারা। সোমবার ভোলা সদর উপজেলার কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আকার ও জাত ভেদে লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা পিস, ঝিঙার কেজি ৮০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা কেজি, বরবটি ৮০ টাকা কেজি, করল্লা ৯০ টাকা কেজি, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা কেজি, বেগুনের আকার ও জাত ভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা দরে। ক্যাপসিকাম ২২০ টাকা কেজি, শিম ১০০ টাকা থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা কেজি, ফুলকপির কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে, বাঁধাকপির কেজি ৬০ টাকা ও মুলার কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েকদিন আগে যে ডিমের হালি ৩০ টাকা ছিল। সেই ডিমের হালি এখন বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। এছাড়া কাঁচামরিচ ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজির দাম বৃদ্ধির বিষয়ে ভোলা সদর উপজেলার কাচা বাজারের সবজি বিক্রেতা আঃ মালেক ও মোঃ কামাল হোসেন জানান,তাদের করার কিছু নাই। কারন বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও তারা বেশি দামে সবজি কিনে আনছেন, তাই বেশি দামে বিক্রি করছেন।

সোমবার সকাল ৯ টার দিকে শহরের যুগিরঘোল বাজারে লাল শাক কিনতে আসেন শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকার ইয়াসমিন নামের এক গৃহিণী। ৩ মুঠো লাল শাকের দাম ২৫ টাকা শুনেই রাগান্বিত হয়ে লাল শাক না কিনেই শূন্য হাতে বাড়ি চলে যান ওই ক্রেতা।
ওই বাজারে সবজি কিনতে আসা একই ইউনিয়নের রতনপুর এলাকার ক্ষুদ্র মোঃ জামাল বলেন, বাজার সব কিছুর দামই চড়া দামে কিনতে হয়। যদি কামাই করি ৫০০ টাকা, খরচ হয় ১০০০ টাকা। পোলাপান কেমনে চালামু হেই চিন্তা করছি। তিনি আরও বলেন, ছেলে কলেজে পড়ছে। ওই প্রতিষ্ঠানে ৪ মাসের বেতন বাকি।তিনি প্রশ্ন করে বলেন, সংসার চালামু কেমনে, আর পোলাপান পড়ালেখা করামু কেমনে?
সরকার বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যার্থ। তারা কমানোর চেয়ে উল্টো বাড়িয়ে দিচ্ছে।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকবর মিয়া বলেন, আমাদের বেচাকেনা ভালো না। তিনি আরও বলেন, শীতকালীন সবজির দামই শুধু নয়, তেলের দাম বাড়ার সাথে সাথে সব কিছুর দাম বেড়ে গেছে। গ্যাসের দামও বাড়তি। আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

এ বিষয়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্ল্যাহ চৌধুরী বলেন, বাজার মূল্য বৃদ্ধিতে অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট জড়িত। এদেরকে নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ।

তবে ভোলার বাজার নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর দাবি করে ভোলা সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, বাজারে ভিজিলেন্স টিম কাজ করছে। আমি এডিএম স্যারকে জানিয়েছি। উপজেলা প্রশাসন তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com