সামাজিক সংগঠন গ্রীন নবীনগরর একবছর পূর্তি উপলক্ষ আলাচনা সভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ||
২০২১-১১-১২ ০৮:৫৭:১৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরর আলাচিত সামাজিক সংগঠন গ্রীন নবীনগরর এক বছর পূর্তি উপলক্ষ আলাচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়ছ। আজ শুক্রবার দুপুর নবীনগর সদর বাজারর আয়শা আমজাদ টাউয়ারর কনফারন্স রাম উনুষ্ঠিত সভায় উক্ত সংগঠনর সভাপতি হাসানুর মহফুজ ইজাজর সভাপতিত্ব ও সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহাবুব আলমর সঞ্চালনায় আলাচনা সভায় উপ¯িত ছিলন,নবীনগর উপজলা উদিচি শিল্পী গাষ্টির সাবক সভাপতি ডা.মা.ফুলমিয়,নবীনগর প্রসক্লাবর প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খদকার,সিটিভির সিও রবিন সাইফ,নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নাঙর’র আহবায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ,সাংবাদিক শফিকুল ইসলাম বাদল প্রমুখ। ্এসময় সংগঠনটির একবছর পূর্তি উপলক্ষ ৬৬ বিশিষ্ট্য নতুন কমিটি গঠন ও কইক কাটা অনুষ্ঠিত হয়।
প্ররক:
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357