পলাশে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২১-১১-১২ ০৮:৩৮:২৩
নরসিংদীর পলাশে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকাল সাড়ে চারটার দিকে পলাশ বাস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, সহ-সভাপতি মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এস এম মান্নান, ডাঙ্গা ইউপি যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, চরসিন্দুর ইউপি যুবলীগের সভাপতি আকরাম হোসেন, গজারিয়া ইউপি যুবলীগের সভাপতি ফারুকুল ইসলাম ফারুক প্রমুখ।
পরে বিশাল আকারের একটি কেক কেটে দিবসটি উদযাপন করেন যুবলীগের নেতা-কর্মীরা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357