লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটের দিন আজ সকালে পৌছানো হয় ব্যালট পেপার। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত।
জানা গেছে, নির্বাচন কমিশন কর্তৃীক ঘোষিত দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরপেক্ষ ও স্বচ্ছ ভোট গ্রহনে নানান পরিকল্প গ্রহন করে নির্বাচন কমিশনে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তারা। নির্বাচন অবাদ নিরপেক্ষ ও সুষ্ঠ পরিবেশে সম্পন্ন করতে বুধবার ভোটের সরঞ্জাম বিতরনের অগে জরুরী বৈঠকে বসেন কর্মকর্তারা। সেই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ব্যালট ব্যাতিত বাকী সকল নির্বাচনী সরঞ্জাম বুধবার(১০ নভেম্বর) সন্ধ্যার মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌছানো হয়।
সে অনুযায়ী কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সরঞ্জাম গ্রহন করে কেন্দ্রে চলে যায় । তারা কেন্দ্রের বুথ তৈরীসহ ভোট গ্রহনের পরিবেশ নিশ্চিত করেন। ভোট গ্রহনের দিন আজ বৃস্হপতিবার ভোরে এসে রির্টানিং কর্মকর্তার কাছ থেকে নিরাপত্তার স্টকসহ ব্যালট নিয়ে কেন্দ্রে পৌছনো হয়েছে। ভোট গ্রহন শুরু হয় সকাল ৮টায়। যা বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৮১টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে । যার মধ্যে ৬৩টি কেন্দ্র ঝুঁকিপুর্ন হিসেবে চিহ্ণিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্র অস্ত্রধারী পুলিশ, আনসার সদস্যরা মোতায়েন থাকবেন। এছাড়াও টহলের জন্য ৩ প্লাটুন বিজিবি, ৬টি ভ্রাম্যমান আদালত, পুলিশের নেতৃত্বে ১৬টি স্টাইকিং ফোর্স ও র্যাব সদস্য টহলে রয়েছে।
এ উপজেলার ৮টি ইউনিয়নের মোট ভোটার এক লাখ ৬৬হাজার ৬০৮জন। যার মধ্যে পুরুষ ৮৩ হাজার ৭০জন ও মহিলা ৮৩ হাজার ৫৩৮জন। মোট প্রার্থী ৪৮৬জন তিন পদের বিপরীতে ৮টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৫জন, সংরক্ষিত সদস্য পদে ১২৬জন ও সাধারন সদস্য পদে ৩১৫জন প্রতিদ্বন্দ্বতা করছেন।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন নির্বাচন সুষ্ঠ করতে সকল প্রস্তুতিমুলক ব্যবস্থা নেয়া হয়েছে।